• দেশ
  • চীনকে 1500 পরমাণু বোমা পাল্টা ভারতের তৈরী হাইড্রোজেন বোমা।
mamaearth-mobile-app
চীনকে 1500 পরমাণু বোমা পাল্টা ভারতের তৈরী হাইড্রোজেন বোমা।
article
2 Days ago
দেশ

চীনকে 1500 পরমাণু বোমা পাল্টা ভারতের তৈরী হাইড্রোজেন বোমা।

দেশের সীমান্তকে ক্রমশ বাড়াতে চায় বিস্তারবাদী কমিউনিস্ট শাসিত চীন। ড্রাগনের খিদে যেন কখনো মেটেনা। চীনের... more

Reading Time

6 Mins

View

756 View

Comment

0 Comment

Publish Date

01 Dec 2022

দেশের সীমান্তকে ক্রমশ বাড়াতে চায় বিস্তারবাদী কমিউনিস্ট শাসিত চীন। ড্রাগনের খিদে যেন কখনো মেটেনা। চীনের প্রতিটি প্রতিবেশী চীনের এই চরিত্র সম্পর্কে জানে। ভারতের সাথে চীনের সীমান্ত বহু দিনের। গত কয়েক বছর ধরে ভারতের সীমান্ত বিবাদ চরমে পৌঁছেছে। ভারত লালফৌজের চোখে চোখ রেখে সীমান্তে চীনের দাদাগিরির মোকাবিলা করেছে। প্রতিবছর ভারতের দুই শত্রু প্রতিবেশী দেশ চীন ও পাকিস্থানের কথা মাথায় রেখে প্রতিরক্ষা বাজেটে বিপুল পরিমানে অর্থ বরাদ্ধ করেছে। এছাড়া দেশীয় প্রযুক্তিতে সমর অস্ত্র প্রস্তুতের জন্য Make in India প্রকল্পের আওতায় DRDO (Defence Research and Development Organisation) সবসময় কাজ করছে। যার সুফল পেতে শুরু করেছে ভারতে প্রতিরক্ষা বাহিনী। উদাহরণ সরূপ Agni, Nag, Akash, MPATGM, Abhay IFV, BrahMos, Varunastra, Pinaka multi barrel rocket launcher, KALI (Kilo Ampere Linear Injector) প্রভৃতির কথা বলা যেতে পারে।

 

আরও পড়ুন: 2023 সালের G20 সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনা করতে বিদেশমন্ত্রী কাশী পৌঁছেছেন।

 

শুধু প্রতিরক্ষা ক্ষেত্রে নয়, বিভিন্ন দেশের সাথে সফলভাবে কূটনৈতিক সম্পর্ক বজাই রেখেছে ভারত। বর্তমান সময়ে যেখানে বিশ্বের বিভিন্ন দেশ একে অপরের সাথে দন্দে জড়িয়ে পড়ছে সেখানে ভারত স্বাধীন পররাষ্ট্র নীতির উপর নির্ভর করে পৃথিবীর শক্তিধর দেশ গুলির সাথে সুসম্পর্ক বজাই রাখতে পারছে। কিন্তু ভারতে প্রধান প্রতিপক্ষ যুদ্ধপ্রিয় চীন ভারতের সাথে বিভিন্ন সমস্যা তৈরি করে যুদ্ধের পরিবেশ সৃষ্টি করছে। একদিকে সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে, তেমনি অন্যদিকে ভারতের সঙ্গে যুদ্ধে নামার জন্য অস্ত্রভান্ডার বৃদ্ধি করার দিকেও নজর দিয়ে চলেছে।

 

আরও পড়ুন: 65 মিনিটে শত্রু দেশকে ধ্বংস করবে ভারত, Shatru Nash মহড়ায় তার প্রমাণ।

 

সূত্রের খবর নতুন করে 1500 পরমাণু বোমা তৈরির বরাদ দিয়েছে চীন। 2035 সালের মধ্যে এই এই লক্ষ্য পূরণ করবে চীন সরকার। যা দিয়ে গোটা পৃথিবীকে কয়েকবার ধ্বংশ করা যাবে। এর আগে চীনের কাছে মোট পরমাণু বোমা ছিল। কিন্তু নতুন করে এত পরিমাণে পরমাণু অস্ত্র তৈরি করছে চীন, তা নিয়ে উটছে প্রশ্ন। তবে কি বড়সড় যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে চীন। এমন প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে।

 

আরও পড়ুন: ব্ল্যাক প্যান্থারের 2 (Wakanda Forever) কতটা সফল?

 

চীনের বাড়াবাড়ি দেখে ভারতও কিন্তু বসে নেই। চীনের একদিকে সীমান্ত এলাকায় চীন সেনার সাথে মুখমুখি লড়ছে তেমনি একের পর নতুন মিশাইল পরীক্ষা করছে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা DRDO (Defence Research and Development Organisation)। চীনকে রুখতে আমেরিকার সহায়তায় ভারত হাইড্রোজেন বোমা বানাচ্ছে। এমনিতেই পরমাণু বোমা বহনে সক্ষম অগ্নি 3 মিশাইলের কারনে চাপে পড়েছে লালফৌজ। যা উৎক্ষেপনের মাত্র 13 (তেরো) মিনিটে বেজিং আঘাত করবে। এছাড়া মাত্র 2.30 (আড়াই) মিনিটে ইসলামাবাদে আছড়ে পড়বে এই শক্তিশালি হাইড্রোজেন বোমা। শুধু আমেরিকা নয় ভারত বিভিন্ন দেশ যেমন - কানাডা, ইজরায়েল, ফ্রান্স প্রভৃতি দেশের সাথে প্রতিরক্ষা বিষয়ে চুক্তিবদ্ধ হচ্ছে। 

 

আরও পড়ুন: সুন্দরবনের জনগণের শেষ ভরসা প্রসেনজিৎ মণ্ডল

 

চীনকে চাপে রাখতে ভারতে কাছে আরো এক বিধ্বংসী আস্ত্র আছে। সুত্রে খবরানুযায়ী ভারতে কাছে পর্যাপ্ত থার্মোনিউক্লিয়ার বোমা মজুত রয়েছে। তবে কোন দেশ তাদের অস্ত্র ভান্ডার হাল হদিশ প্রকাশ্যে আনে না। 24 বছর বাদে ফের বোমা পরীক্ষার সম্ভাবনা ভারতে। শুধু হাইড্রোজেন বোমা নয়, এক বছরে নতুন করে 4 পারমাণবিক বোমা বানিয়েছে ভারত। এরপর ভারতে আঘাত হানতে চীনকে দুবার ভাবাবে।

 

আরও পড়ুন: রাষ্ট্রপতি সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য তৃণমূল নেতার।

 

 

 


Share this article :

mamaearth-mobile-app