• দেশ
  • 2023 সালের G20 সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনা করতে বিদেশমন্ত্রী কাশী পৌঁছেছেন।
mamaearth-mobile-app
2023 সালের G20 সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনা করতে বিদেশমন্ত্রী কাশী পৌঁছেছেন।
article
2 Days ago
দেশ

2023 সালের G20 সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনা করতে বিদেশমন্ত্রী কাশী পৌঁছেছেন।

আগামী বছরে G20 সম্মেলনের নেতৃত্ব দেবে ভারত। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়েছে। গত নভেম্বর মাসে প্রধানমন্ত্রী... more

Reading Time

6 Mins

View

773 View

Comment

0 Comment

Publish Date

10 Dec 2022

আগামী বছরে G20 সম্মেলনের নেতৃত্ব দেবে ভারত। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়েছে। গত নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G20 - 2023-এর লোগো, ওয়েবসাইট, স্লোগানের উদ্বোধন করেন। বিশ্বের 20টি উন্নত ও উন্নয়নশীল দেশ নিয়ে গঠিত এই সংগঠনের 2023 সালের সভাপতিত্বের দায়িত্ব সামলাবে ভারত। ভারতের বিভিন্ন শহরে (প্রায় 55 টি শহরে) এই সম্মেলনের সভা রাখার পরিকল্পনা করেছে ভারত সরকার।

 

আরও পড়ুন: চীনকে 1500 পরমাণু বোমা পাল্টা ভারতের তৈরী হাইড্রোজেন বোমা।

 

সে জন্য গতকাল অর্থাৎ শনিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) বারাণসী পৌঁছেছেন। পৌরানিক ঐতিহ্যপূর্ণ এই শহরে G20 সম্মেলনের সভা রাখার পরিকল্পনা করেছে ভারত। তারই প্রস্তুতি খতিয়ে দেখার জন্য যান ভারতের বিদেশমন্ত্রী। প্রসঙ্গত ভারতের বারাণসীতে অনুষ্ঠিত G20 সম্মেলনের সভাপতিত্ব খোদ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) করবেন। এছাড়াও এই বারাণসী থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনে জয়লাভ করেন। উভয় কারণেই বারাণসীতে G20 শীর্ষ সম্মেলনের প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে। এদিন সন্ধ্যায় গঙ্গা আরতীতে দেখতে যান জয়শঙ্কর। এছাড়াও ওখানকার স্থানীয় অধিবাসীদের সাথেও কথাবার্তা বলেন।

 

আরও পড়ুন: ভারতের তেজস যুদ্ধবিমান কেনার ইচ্ছা প্রকাশ করল ইজিপ্ট।

 

 


Share this article :

mamaearth-mobile-app