mamaearth-mobile-app
10000 (দশ হাজার) টাকার মধ্যে সেরা 10 টি মোবাইল
article
2 Days ago
প্রযুক্তি

10000 (দশ হাজার) টাকার মধ্যে সেরা 10 টি মোবাইল

প্রতিদিন বাজারে কোন না কোন মোবাইল ফোন বাজারে মুক্তি পাচ্ছে। কোনোটি দাম আকাশ ছোঁয়া আবার কোনটা সাধ্যের মধ্যে।... more

Reading Time

6 Mins

View

10.3 K View

Comment

0 Comment

Publish Date

27 Jun 2021

প্রতিদিন বাজারে কোন না কোন মোবাইল ফোন বাজারে মুক্তি পাচ্ছে। কোনোটি দাম আকাশ ছোঁয়া আবার কোনটা সাধ্যের মধ্যে। কিন্তু কোন মোবাইলে কি ধরনের নতুন ফিচার থাকে, তা নিয়ে গ্রাহকদের মধ্যে নানা প্রশ্ন থাকে। আবার কোন মোবাইলের গ্রাহক অভিজ্ঞতা ভালো বা খারাপ তা নিয়ে না প্রশ্ন থাকে।

এই বিষয়ের সমাধানের জন্য আজ এই প্রতিবেদন। নিচে চলতি বছরে সেরা কয়েকটি মোবাইল ফোনের হদিশ দেওয়ার হল। যেগুলির প্রত্যেকটি প্রায় 10,000 (দশ হাজারের) মধ্যে। যা ফিচারের দিক দিয়ে দামি যে কোন স্মার্টফোনের সমতূল্য।

 

আরোও পড়ুন : আকর্ষণীয় ডিজাইন ও ফিচারের নতুন স্মার্টফোন Reno 6 লঞ্চ করল OPPO

 

Infinix Note 10 : এই তালিকার প্রথমে Infinix Note 10 নামের এই মডেলকে রাখা হয়েছে। তার কারন এই স্মার্টফোনের রয়েছে সব আকর্ষণীয় ফিচার। বছরের বিভিন্ন সময় একাধিক নতুন মডেলের স্মার্টফোন বাজারে এনে স্মার্টফোন প্রেমীদের পছন্দের ব্রান্ড হয়ে উঠেছে Infinix মোবাইল ব্রান্ড। Infinix Note 10 স্মার্টফোনে উল্ল্যেখযোগ্য যে যে ফিচার থাকছে তা হল-

  • মিডিয়াটেক হেলিও G85 (MediaTek Helio G85) প্রসেসর ও অ্যান্ড্রয়েড 11 ভার্সনের অপারেটিং সিস্টেম পাওয়া যাবে এই মডেলের স্মার্টফোনে।
  • 2460 x 1080 পিক্সেল রেজুলেশনের 6.95 ইঞ্চি পাঞ্চহোল  ডিসপ্লে।
  • 4GB র‍্যাম 64GB ইন্টানাল স্টোরেজ ও 6GB র‍্যাম 128GB ইন্টানাল স্টোরেজ, এই দুটি ভেরিয়েন্টে স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে। 
  • এছাড়াও 256GB পর্যন্ত অতিরিক্ত মেমরি কার্ড ব্যবহার করা যাবে।
  • Infinix-এর এই স্মার্টফোনে থাকছে 48MP + 2MP + 2MP ব্যাক ক্যামেরা ও 16MP সেলফি ক্যামেরা।
  • 5000mAh-এর লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারী থাকছে এই স্মার্টফোনে।
  • এছাড়াও থাকছে টাইপ-সি চাজিং পোর্ট , দ্রুত চাজিং-এর সুবিধা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, 4G ভোল্টি কলের সুবিধা।

 

এই মোবাইলটি আকর্ষণীয় অফার সহ অনলাইনে কেনার জন্য এই লিংকে ক্লিক করুন 

BUY NOW

 

POCO M3 : নামের সাওমি সাব ব্রান্ড POCO-এর এই মডেল। এই স্মার্টফোনের দুর্দান্ত সব ফিচার, যা মিড রেঞ্জের ফোনের বাজারে এই মডেলকে শীর্ষস্থানীয় পর্যায়ে রাখে। এই স্মার্টফোনে যে যে ফিচার গুলি থাকছে তা হল -

  • কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 (Qualcomm Snapdragon 662) প্রসেসর ও অ্যান্ড্রয়েড 10 ভার্সনের অপারেটিং সিস্টেম পাওয়া যাবে এই মডেলের স্মার্টফোনে।
  • 2340 x 1080 পিক্সেল রেজুলেশনের 6.53 ইঞ্চি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে।
  • 6GB র‍্যাম 64GB ইন্টানাল স্টোরেজ ও 6GB র‍্যাম 128GB ইন্টানাল স্টোরেজ, এই স্মার্টফোন দুটি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে। 
  • 512GB পর্যন্ত অতিরিক্ত মেমরি কার্ড ব্যবহার করা যাবে।
  • POCO M3 স্মার্টফোনে থাকছে 48MP + 2MP + 2MP ব্যাক ক্যামেরা ও 8MP সেলফি ক্যামেরা।
  • 6000mAh-এর লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারী থাকছে POCO M3 স্মার্টফোনে।
  • এছাড়াও থাকছে টাইপ-সি চাজিং পোর্ট, 4G ভোল্টি কলের সুবিধা।

 

আরোও পড়ুন : Mi 10T স্মার্টফোন ক্রয়ের উপর বিশেষ ছাড় Flipkart-এ

 

Vivo Y20G: কম ও মাঝারি বাজেটের স্মার্টফোনের মধ্যে ভিভো (Vivo)-এর মডেল গুলি গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়। 10,000 (দশ হাজার) টাকার মধ্যে ভিভো (Vivo)-এর মধ্যে অন্যতম একটি মডেল হল Vivo Y20G মোবাইল। এই স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার গুলো গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য হবে। Vivo Y20G মোবাইলের ফিচার গুলি হল -

  • 6.51 ইঞ্চি বা 16.54 সেমি 1600 x 700 পিক্সেল রেজালেশন HD+ LCD ডিসপ্লে।
  • 2.3GHz MediaTek helio অক্টাকোর প্রসেসর।
  • অ্যান্ড্রয়েড (Android) 11 অপারেটিং সিস্টেম ও থাকছে ফাউন্টাস ওএস (Fountus Os 11)।
  • 4GB ৱ্যাম ও 64GB ইন্টারন্যাল স্টোরেজ। এছাড়াও 256GB পর্যন্ত অতিরিক্ত মেমরি কার্ড ব্যবহারের সুবিধা।
  • 5000mAh ব্যাটারি ও দ্রুততম চাজিং-এর সুবিধা।
  • 13MP + 2MP + 2MP ট্রিপল ব্যাক ক্যামেরা ও 8MP সেলফি বা ফ্রন্ট ক্যামেরা।
  • এছাড়াও পাওয়া যাবে ফিঙ্গার প্রিন্ট অনলক, ফেস অনলক, আল্ট্র গেমিং মুড, মাইক্রো ইউএসবি পোর্ট ইত্যাদির সুবিধা।

 

 

 


Share this article :

mamaearth-mobile-app