Mi 10T স্মার্টফোন ক্রয়ের উপর বিশেষ ছাড় Flipkart-এ

 • Admin
 • প্রযুক্তি
 • 13 Jul 2021
 • 430
 • 0

লোক মুখে একটা কথা প্রচলিত আছে যে, কম বাজেটের স্মার্টফোন মানেই Xiaomi-এর স্মার্টফোন। কম বাজেটের চমৎকার ফচারের স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা হিসাবে ভারত বাংলাদেশের মতো দেশ গুলিতে Xiaomi-এর স্মার্টফোন মডেল গুলি খুবই জনপ্রিয়। আমরা যখন একটু বেশি বাজেটের স্মার্টফোন কেনার পরিকল্পনা করি, তখন প্রায়শই Xiaomi-এর স্মার্টফোনকে পছন্দের তালিকা ভুক্ত করি না। কিন্তু অনেকে হয়তো জানেন না Xiaomi কম বাজেটের স্মার্টফোন প্রস্তুত করার সাথে সাথে বেশি বাজেটের স্মার্টফোনও বাজারে এনে থাকে। যা নামী কোম্পানির স্মার্টফোন গুলিকে জোর টক্কর দেতে সামর্থ। 

 

আরোও পড়ুন : আকর্ষণীয় ডিজাইন ও ফিচারের নতুন স্মার্টফোন Reno 6 লঞ্চ করল OPPO

 

Mi 10T হল এমনই একটি স্মার্টফোন মডেল, যে স্মার্টফোনের আকর্ষণীয় সব ফচারের জন্য বেশ জনপ্রিয় মডেল হয়ে উঠেছে। ভারতীয় বিখ্যাত শপিং সাইট ফ্লিপকার্ট (Flipkart)-এর সঙ্গে যৌথভাবে ভারতের বাজারে আনে সাওমি (Xiaomi)। বেশ কয়েকদিন এই মডেলের স্মার্টফোনের (Mi 10T) বিক্রয় মূল্যের উপর প্রায় 10,000 (দশ হাজার) টাকা ছাড় দিচ্ছে। যা Xiaomi-এর স্মার্টফোন প্রেমীদের জন্য Mi 10T মডেলের স্মার্টফোন কেনার সেরা সুযোগ।

 

Mi 10T মডেলের স্মার্টফোন যে যে ফিচার আছে তা হল -

 • কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 (Qualcomm Snapdragon 865) অক্টকোর প্রসেসর ও অ্যান্ড্রয়েড 10 (Android 10) ভার্সনের অপারেটিং সিস্টেম।
 • 2400 x 1080 পিক্সেলের 16.95 সেমি অর্থাৎ 6.67 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে।
 • 8GB DDR5 র‍্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ।
 • 108MP + 13MP + 5MP-এর পিক্সেলের ব্যাক ক্যামেরা ও 20MP সেলফি ক্যামেরা। 8K ভিডিও রেকডিং-এর সুবিধা।
 • 5000mAh-এর লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারী। 26 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।
 • Nano + Nano ডুয়াল সিম (SIM)। থাকছে ডুয়াল 5G-এর সুবিধা।
 • USB Type C চাজিং পোর্ট।

 

এছাড়াও ওয়াইফাই, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ফাস্ট চাজিং এর সুবিধা।

  বিজ্ঞাপন


  মন্তব্য - আলোচনায় যোগদান

  বিজ্ঞাপন