Tws Earbuds: 2023 সালের সেরা 5 টি Earbuds
হেডফোনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে, সেটা ওয়ার বা ওয়ারলেস যাই হোকনা কেনো। এর দুটি কারন আছে বলে অনেকের মত। যার... more
Reading Time
6 Mins
View
781 View
Comment
0 Comment
Publish Date
02 Jan 2023
হেডফোনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে, সেটা ওয়ার বা ওয়ারলেস যাই হোকনা কেনো। এর দুটি কারন আছে বলে অনেকের মত। যার একটি প্রধান কারন হল বাজারে নামি কম্পানি গুলি তাদের মোবাইল গুলিতে হেডফোন জ্যাক (Headphone jack) না রাখা। অন্য একটি কারণ হলো মোবাইল কেনার সময় বক্সে হেডফোন না দেওয়া।
সময়ের সাথে সাথে হেডফোনের চাহিদা দিন দিন বৃদ্ধি পেয়েই চলেছে। সে কারনে এই বিপুল চাহিদার বাজার ধরতে মোবাইল নির্মাতা সংস্থা গুলির পাশাপাশি অনেক নতুন স্টার্ট-আপ কম্পানি গুলিও হেডফোন প্রস্তুত করতে শুরু করে। ফলসরূপ বর্তমান একাধিক ব্রান্ডের হেডফোন থাকায় অনেকে হেডফোন কিনতে গেলে ভালোমানের হেডফোন নির্বাচনে রীতিমত হিমশিম খাই। সে জন্যই সকল প্রকার ব্যবহারকারীর কথা ভেবে বর্তমানে জনপ্রিয় কয়েকটি ব্রান্ডের Bluetooth TWS Earbuds হেডফোনের হদিশ দেওয়া হল।
JBL C115 TWS
এই তালিকার শীর্ষে জনপ্রিয় সাউন্ড ব্রান্ড JBL-এর C115 TWS মডেলের হেডফোনকে রাখা হয়েছে। মিডিয়াম বাজেটের TWS গুলির মধ্যে এটি অন্যতম। এই ব্রান্ডের দাবি JBL C115 TWS একবার চার্জে প্রায় 6 ঘণ্টা এবং 15 ঘণ্টা অর্থাৎ মোট 21 ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া অন্যান্য ফিচার গুলি হল -
- ব্লুটুথ 5.0 ভার্সনে পাওয়া যাবে JBL C115 TWS হেডফোন।
- টাইপ সি পোর্ট ও দ্রুত চার্জিং-এর সুবিধা। সংস্থার মতে 15 মিনিট চার্জে 1 ঘণ্টা প্লেব্যাক উপভোগ করা সম্ভব।
- রয়েছে Mono ও Stereo মোডের সুবিধা।
- JBL C115 TWS-এ ভয়েস অ্যাসিস্ট্যান্ট (Google assistant ও Alexa) ব্যবহারের সুবিধা।
- Black, Green, White, ও Mint এই চারটি রঙে পাওয়া যাবে JBL-এর C115 TWS মডেলের হেডফোনটি।
JBL C115 TWS হেডফোনটি আকর্ষণীয় অফারের সাথে কেনার জন্য লিঙ্কে ক্লিক করুন। (Buy Now JBL C115 TWS)
ZEBRONICS ZEB-SOUND BOMB N1 TWS
ZEBRONICS ZEB-SOUND BOMB N1 TWS কম খরতে প্রিমিয়াম TWS হেডফোন হিসাবে বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই TWS হেডফোনটি মোটামুটি চারটি রঙের পাওয়া যায়। এক বছরের ওয়ারেন্টির প্রতিশ্রতির সাথে এই হেডফোনটিতে থাকছে গেমিং ও দীর্ঘ 18 ঘণ্টার প্লেব্যাকের দুর্দান্ত সুবিধা। ZEBRONICS ZEB-SOUND BOMB N1 যে যে বিশেষ বিষয় বা ফিচার গুলি নজর কেড়েছে তা হল –
- এই TWS ইয়ারফোনে ব্লুটুথ v5.2 ভার্সনের সুবিধা পাওয়া যাবে। সাথে টার্চ কন্ট্রোলের সুবিধা।
- ZEBRONICS ZEB-SOUND BOMB N1 TWS-এ 50ms-এর কম লেটেন্সি বৈশিষ্ট্যযুক্ত গেমিংয়ের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ। পরিবেশগত নয়েস ক্যান্সল্যাশন (ENC) মিউজিক শোনার ও কল করার অভিজ্ঞতা বদলে দেবে।
- 18 ঘণ্টার প্লেব্যাকের সাথে টাইপ-সি দ্রুত চার্জিং-এর সুবিধার পাওয়া যাবে।
- ZEBRONICS ZEB-SOUND BOMB N1 TWS-এর চারটি রং-এর প্রকারে পাওয়া যায়।
ZEBRONICS-এর হেডফোনটি আকর্ষণীয় অফারের সাথে কেনার জন্য লিঙ্কে ক্লিক করুন। (Buy Now ZEBRONICS ZEB-SOUND BOMB N1 TWS)
SONY WF-C500 TWS
Sony WF-C500 মডেলের এয়ারবাড্সটি একটি পারফেক্ট এয়ারবাড্সের সবধরণের ফিচারস রয়েছে। এই ওয়ারলেস হেডফোনের দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ, ডিজাইন, সাউন্ড কোয়ালিটি দ্রুত চার্জিং-এর সুবিধার এয়ারবাড্স প্রেমিদের কাছে এর গুরুত্ব বাড়িয়েছে। এক নজরে Sony WF-C500-এর ফিচার গুলি –
- এয়ারবাড্সটি চারটি রঙে পাওয়া যাবে, যথা – Black, Green, White, ও Orange। তবে রঙের সাথে দামের পার্থক্য নেই।
- এই হেডফোন্টি DSEE কম্প্রেশনে হারিয়ে যাওয়া উচ্চ-ফ্রিকোয়েন্সি শব্দ পুনরুদ্ধার করতে যোগ্যতা সম্পন্ন।
- Sony WF-C500-এ থাকছে ভার্সন 5 ব্লুটুথ সংস্করণ। যার সাহায্যে 10 মিটারের পরিসীমায় কোন বাঁধা ছাড়াই মিউজিক উপভোগ করা যাবে।
- 10 ঘণ্টার ব্যাটারি লাইভ ও চার্জিং কেস সহ মোট 20 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এর সাথে দ্রুত চার্জিং-এর সুবিধাও আছে এয়ারবাড্সটিতে।
- এছাড়াও অন্যান্য ফিচার গুলিহল 360 রিয়েলিটি অডিও যা মিউজিক শোনার অভিজ্ঞতাকে আরও উন্নতি করবে এছাড়া এয়ারবাড্সটি খুবই হালকা ওজনের (35 গ্রাম) হওয়ার কারনে ব্যবহারকারী কোনও অতিষ্ঠ বোধ করে না।
SONY WF-C500 TWS হেডফোনটি আকর্ষণীয় অফারের সাথে কেনার জন্য লিঙ্কে ক্লিক করুন। (Buy Now SONY WF-C500 TWS)
Share this article :
খবরের শ্রেনী
জনপ্রিয় খবর
- 27 Jun 2021
- 10.3 K
- 0
- 10 Jul 2021
- 3.6 K
- 0
- 17 Jul 2021
- 2.5 K
- 0
নিউজলেটার
পরবর্তী খবর
- 25 Dec 2021
- 1.2 K
- 0
- 06 Aug 2021
- 1.5 K
- 0
- 17 Jan 2022
- 1.4 K
- 0
- 02 Mar 2022
- 1.1 K
- 0
- 26 Jul 2021
- 1.4 K
- 0
- 31 Aug 2021
- 1.3 K
- 0