• প্রযুক্তি
  • আকর্ষণীয় ডিজাইন ও ফিচারের নতুন স্মার্টফোন Reno 6 লঞ্চ করল OPPO
mamaearth-mobile-app
আকর্ষণীয় ডিজাইন ও ফিচারের নতুন স্মার্টফোন Reno 6 লঞ্চ করল OPPO
article
2 Days ago
প্রযুক্তি

আকর্ষণীয় ডিজাইন ও ফিচারের নতুন স্মার্টফোন Reno 6 লঞ্চ করল OPPO

এতোদিন করোনা পরিস্থিতি কারনে নতুন কোন স্মার্টফোন বাজারে তেমন একটা আসেনি। আসলেও তার সংখ্যা হাতে গোনা কয়েকটি।... more

Reading Time

6 Mins

View

1.9 K View

Comment

0 Comment

Publish Date

18 Jul 2021

এতোদিন করোনা পরিস্থিতি কারনে নতুন কোন স্মার্টফোন বাজারে তেমন একটা আসেনি। আসলেও তার সংখ্যা হাতে গোনা কয়েকটি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই একের পর এক স্মার্টফোন ব্র্যান্ড তাদের নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনতে ব্যস্ত। সেই তালিকায় OPPO সংস্থার পক্ষ থেকে তাদের একটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করার ঘোষনা দেয়। এজন্য ভারতের অনলাইন বিপণন সংস্থা Flipkart-এ OPPO-এর নতুন মোবাইল Reno 6 বিক্রয়ের জন্য চুক্তি বব্ধ হয়েছে। এছাড়াও OPPO-এর অফিশিয়াল ওয়েবসাইট (oppo.com) থেকেও এই স্মার্টফোনটি কেনার সুযোগ পাবেন ক্রেতারা এবং ওয়েবসাইটে Reno 6 স্মার্টফোনটির জন্য প্রি-রেজিস্ট্রেশন করতেও পারবেন। 23শে জুলাই থেকে প্রি-রেজিস্ট্রেশন শুরু হবে। সংস্থার পক্ষ থেকে এই স্মার্টফোনটির দাম 30,000 হতে পারে বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে।

 

আরোও পড়ুন : Mi 10T স্মার্টফোন ক্রয়ের উপর বিশেষ ছাড় Flipkart-এ

 

OPPO-এর নতুন স্মার্টফোন Reno 6 যে যে আকর্ষণীয় ফিচার গুলি আছে সেগুলি হল -

  • 2400 x 1080 পিক্সেলে 6.43 ইঞ্চি বা 16.33 সেমি ফুল এইচডি এমোলেড (Amoled)  ডিসপ্লে।
  • মিডিয়াটেক ডাইমেনসিটি  900 (MediaTek Dimensity 900) অক্টাকোর (Octa core) প্রসেসর।
  • রয়েছে অ্যান্ড্রয়েড 11 (Android 11) অপারেটিং সিস্টেম। এছাড়াও ColorOS 11.3 ভার্সনে পাওয়া যাবে Reno 6 স্মার্টফোনে।
  • 8GB র‍্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, এছাড়া 2TB পর্যন্ত অতিরিক্ত মেমরি ব্যবহার করা যাবে।
  • 64MP + 8MP + 2MP-এর ট্রিপল ব্যাক ক্যামেরা ও 32MP-এর সেলফি ক্যামেরা আছে এই স্মার্টফোনটিতে।
  • 4300mAh-এর ব্যাটারি আছে OPPO Reno 6 স্মার্টফোনে।
  • 5G নেটওয়ার্ক-এর সুবিধা পাওয়া যাবে।
  • Aurora ও Stellar Black এই দুটি রঙে পাওয়া যাবে Reno 6 স্মার্টফোন। 

এছাড়া আর যে যে ফিচার আছে OPPO Reno 6 স্মার্টফোনে, সেগুলি হল - ফিঙ্গার প্রিন্ট, ইউএসবি টাইপ-সি, 4K ভিডিও রেকডিং, দ্রুত চার্জিং ও Dolby Atmos সাউন্ড-এর সুবিধা।

 

 

 


Share this article :

mamaearth-mobile-app