• বিনোদন
  • জীবনী কথা
  • গাঁটছড়া খ্যাত অভিনেত্রী শোলাঙ্কি রায় সম্পর্কে নানা অজানা গল্প।
mamaearth-mobile-app
গাঁটছড়া খ্যাত অভিনেত্রী শোলাঙ্কি রায় সম্পর্কে নানা অজানা গল্প।
article
2 Days ago
বিনোদন, জীবনী কথা

গাঁটছড়া খ্যাত অভিনেত্রী শোলাঙ্কি রায় সম্পর্কে নানা অজানা গল্প।

বর্তমান সময়ে বাংলা টেলিফিল্ম জগতে শোলাঙ্কি রায় একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। একজন সাধারন পরিবারের সন্তান এই... more

Reading Time

6 Mins

View

1.2 K View

Comment

0 Comment

Publish Date

09 Jan 2023

বর্তমান সময়ে বাংলা টেলিফিল্ম জগতে শোলাঙ্কি রায় একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। একজন সাধারন পরিবারের সন্তান এই শোলাঙ্কি রায় কখন যে সকলের মেঘলা ব্যানার্জি (ইচ্ছে নদী) কিম্বা খোরী সিংহ রায় (গাঁটছড়া) হয়ে উঠবেন তা তিনি কোনও দিন হয়ত ভাবেননি।

 

 

শোলাঙ্কি রায় (Solanki Roy)
Solanki Roy
শোলাঙ্কি রায় (ফেসবুক থেকে প্রাপ্ত)
জন্ম (Birth)

19শে সেপ্টম্বর 1991

সল্ট লেক (বিধাননগর) কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত

পেশা (Profession)

অভিনেত্রী ও মডেল (Actress and Model)

কার্যকাল (Active Year)

2013-বর্তমান

স্বামী (Husband)

শাক্য বসু (Shakya Bose)

2018-বর্তমান

স্মরণীয় কাজ (Memorable work)

2014:

  1. কথা দিলাম (Kotha Dilam)

2015-17:

  1. ইচ্ছে নদী (Ichche Nodee)

2017:

  1. সাত ভাই চম্পা (Saat Bhai Champa)

2018:

  1. জামাই রাজা (Jamai Raja) -এপিসোডিক ভূমিকায়
  2. ফাগুন বউ (Phagun Bou) - ক্যামিও ভূমিকায়
  3. ধানবাদ ব্লুজ (Dhanbad Blues) - ওয়েব সিরিজ

2019:

  1. পাপ (Paap) - ওয়েব সিরিজ
  2. Montu Pilot (Montu Pilot) - ওয়েব সিরিজ

2020 – 2021:

  1. প্রথমা কাদম্বিনী (Prothoma Kadambini)

2021:

  1. গাঁটছড়া (Gantchhora)

2022:

  1. বাবা বেবি ও (Baba Baby O) - চলচ্চিত্র

 

 

 

প্রারম্ভিক জীবন (Early Life)

19শে সেপ্টম্বর 1991 কোলকাতার সল্টলেকে (বিধাননগর) এক সাধারণ পরিবারে জন্ম গ্রহণ করেন। খুব ছোট বয়স থেকে শোলাঙ্কি নৃত্য খুব ভালবাসতেন, সেজন্য তিনি ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষনও নেন। কিন্তু পরবর্তীতে পায়ে আঘাত কারণে শোলাঙ্কির নাচে ক্যারিয়ারে বাধা পড়ে। 

শোলাঙ্কি রায় বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল (Bidhannagar Municipal School) ও বিধাননগর কলেজ (Bidhannagar College) থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক পাস করেন। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর হন।

 

আরও পড়ুন: প্রথম পাটের ঐতিহ্য ধরে রাখতে পারবে কি অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার।

 

বৈবাহিক জীবন (Marital life)

শোলাঙ্কি রায় 2018 সালে শাক্য বসু (Shakya Bose)-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যিনি পেশায় একজন ব্যাঙ্কার। বার্তমানে নিজিল্যান্ড কর্মরত।

 

সোলাঙ্কি রায় ও শাক্য বোসের বিবাহ
(টাইমস অফ ইন্ডিয়া থেকে গৃহীত)

 

ক্যারিয়ার বা পেশা (Career or Profession)

শোলাঙ্কি রায় 2014 সালে কালারস বাংলায় মুক্তিপ্রাপ্ত কথা দিলাম (Kotha Dilam) টেলিফ্লিমে অভিনয়ের দ্বারা অভিনয় জীবন শুরু  করেন। কথা দিলাম (Kotha Dilam) সিরিয়ালে সুদা (Sudha) নামের চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর স্টার জলসায় প্রচারিত ইচ্ছে নদী (Ichche Nodee) সিরিয়ালে অভিনেতা বিক্রম চ্যাটার্জির বিপরীতে মুখ্যচরিত্রে অভিনয় করেন। ইচ্ছে নদী শোলাঙ্কি রায়ের ক্যারিয়ারকে একটি গুরুত্বপূর্ণ টেলিফিল্ম। এরপরে তিনি একাধিক বাংলা টেলিফ্লিমে অভিনয় করেছেন, যারমধ্য উল্লেখযোগ্য হলো - সাত ভাই চম্পা (2017), জামাই রাজা (2018), ফাগুন বউ (2018), প্রথমা কাদম্বিনী (2020)গাটছড়া (2021)। 

শোলাঙ্কি রায় টিভি সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজ ও বড়পর্দায় একাধিক চলচ্চিত্রে কাজ করে তার অভিনয় প্রতিভার প্রকাশ করেছেন। ধানবাদ ব্লুজ (Dhanbad Blues), পাপ (Paap)মন্টু পাইলট (Montu Pilot)-এর মত ওয়েব সিরিজে তার সাহসী চরিত্রে অভিনয় অনেক প্রসংশা কুড়িয়েছে।

2022 সালে মুক্তিপ্রাপ্ত শিবপ্রসাদ মুখার্জি ও নান্দিতা রায় পারিচালিত বাবা বেবি ও (Baba Baby O) চলচ্চিত্রে অভিনেতা যীশু সেনগুপ্তর সাথে স্ক্রীন শেয়ার করে অনবদ্য অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছিল। এছাড়া শোলাঙ্কি রায়ের শহরের উষ্ণতম দিনে (Shohorer Ushnotomo Dine) নামের ছবি খুব শীঘ্রই (2023) মুক্তি পাবে।

 

আরও পড়ুন: 2023 সালের সেরা 5 টি Earbuds

 

পছন্দ ও অভ্যাস (Preferences and Habits)

একবার এক ইন্টারভিউয়ে অভিনেত্রী শোলাঙ্কি রায় জানান তিনি রাত জেগে পড়াশোনা করা, ভাবতে ও কফি খেতে পছন্দ করেন। এছাড়া রান্না করতে ও খেতে খুবই ভালোবাসেন। 

তার পছন্দের অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)লিওনার্দো ডিকাপ্রিও (Leonardo DiCaprio)

 

 

 

 

 


Share this article :

mamaearth-mobile-app