mamaearth-mobile-app
কে এই বাদাম কাকু? জানুন কাঁচা বাদাম গানের স্রষ্টার ইতিহাস।
article
2 Days ago
বিনোদন, জীবনী কথা

কে এই বাদাম কাকু? জানুন কাঁচা বাদাম গানের স্রষ্টার ইতিহাস।

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল "কাঁচা বাদাম"। না না এ সেই কাঁচা বাদাম নয়, এ "কাঁচা বাদাম" নামের গানের কথা বলা হচ্ছে।... more

Reading Time

6 Mins

View

957 View

Comment

0 Comment

Publish Date

20 Feb 2022

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল "কাঁচা বাদাম"। না না এ সেই কাঁচা বাদাম নয়, এ "কাঁচা বাদাম" নামের গানের কথা বলা হচ্ছে। সম্প্রতি বাচ্চা থেকে বুড়ো, সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি এই গানে লিপ মিলিয়ে ভিডিও বানাতে দেখা যাচ্ছে। এই গানের স্রষ্টা, অর্থাৎ গানটি যিনি বেঁধেছেন তিনি হলেন ভুবন বাদ্যকার (Bhuvan Badyakar), অনেকে তাকে চেনেন 'বাদাম কাকু' নামে। একটি গান তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। লোকচক্ষুর আড়াল থেকে সোজা লাইম লাইটে। কিন্তু এই জনপ্রিয়তা রাতারাতি পায়নি ভুবন বাদ্যকার (Bhuvan Badyakar), তার জীবনে রয়েছে চরম দারিদ্রতার সঙ্গে লড়ার করার গল্প। রয়েছে একজন সাধারণ বাদাম বিক্রেতা থেকে জনপ্রিয় সিঙ্গার হওয়ার পরিশ্রম।

 

ভুবন বাদ্যকার (Bhuvan Badyakar) Quick Bio :
Bhuvan Badyakar
Bhuvan Badyakar
আসল নাম (Real Name)  ভুবন বাদ্যকার (Bhuvan Badyakar)
ডাকনাম (Nickname) বাদাম কাকু, ভুবন বাদ্যকার (Bhuvan Badyakar)
উচ্চতা (Height) 5.2 ইঞ্চি (আনুমানিক)
গায়ের রং (Skin Color) কালো (Black)
জন্ম (Birth) জানা যায়নি (Not Known)
বৈবাহিক অবস্থা (Marital Status) বিবাহিত (Married)
স্ত্রী/পত্নী (Wife/Spouse) জানা যায়নি (Not Known)
শিশু (Children) দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তান 
বিখ্যাত হওয়ার কারন (Reasons to be Famous) কাঁচা বাদাম (Kacha Badam) নামের গানের স্রষ্টা ও গায়ক হিসাবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualifications) জানা যায়নি (Not Known)

 

জন্ম ও বাড়ি

ভুবন বাদ্যকার (Bhuvan Badyakar) ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের কুরালগুড়ি নামের প্রতন্ত্য গ্রামে জম্ন গ্রহণ করেন ও বেড়ে ওঠেন। বর্তমানে তিনি দুই পুত্র সন্তান এবং স্ত্রীকে নিয়ে বীরভূম জেলার লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুরালজুড়ি গ্রামেই থাকেন। তবে তার স্ত্রী ও পুত্রদের নাম জানা যায়নি।

 

Nescafe Gold Blend Instant Coffee Powder

 

পেশা বা জীবিকা 

ভুবন বাদ্যকার (Bhuvan Badyakar) পেশায় একজন হকার। তিনি গ্রামে ঘুরে ঘুরে ও স্থানীয় বাসে ও ট্রেনে বাদাম (কাঁচা বাদাম) বিক্রয় করেন। পেশার প্রয়োজনে তিনি একটি গান বানান (কাঁচা বাদাম), যা সাম্প্রতিকালে ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram) ইত্যাদি সোশ্যাল সাইটে ব্যাপক জনপ্রিয়তা পায়। 

 

বর্তমানে ভুবন বাদ্যকার (Bhuvan Badyakar) বাদাম বিক্রির পাশাপাশি বিভিন্ন গানে কন্ঠ শিল্পী হিসাবে কাজ করছেন। এর মধ্যে Bajewala Records Haryanvi নামের এক ইউটিউব চ্যানেলে Kacha Badam 2.0 গানে কাজ করেছেন। এছাড়াও Godhuli Bela Music ইউটিউব চ্যানেলে Kacha Badam গানের Rap Version-এ কাজ করেছেন ইতিমধ্য।

 

ইতিপূর্বে বাংলার জনপ্রিয় টিভি শো দাদাগিরিতে তাকে অংশ গ্রহণ করেছেন। সাম্প্রতি শহরের একটি নাম করা পাঁচতারা ভুবন বাদ্যকারকে তারই জনপ্রিয় "কাঁচা বাদাম" গান গাইতে দেখা যায়।

 

আরোও পড়ুন - এবার পুরভোটের প্রচারে "কাঁচা বাদাম" খ্যাত ভুবন বাদ্যকার।

 

এছাড়াও কোলকাতার 14 নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল চক্রবর্তীর হয়ে প্রচার করেছিলেন তিনি (ভুবন বাদ্যকার)। 

 

Flavia women gallery

 

কাঁচা বাদাম (Kacha Badam) গানের লিরিক্স (Lyrics)

বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা.. বাদাম।

 

এই, বাদাম আছে ভালো মাথার ছিড়া চুল সিটি গোল্ডের চুড়ি মালা দিয়ে মোবাইলের বডি ভাঙা দিয়ে বাদাম।

 

মোবাইলের বডি গুলো পাঁচ টাকা দাম পায়ে তোড়া হাতের বালা থাকে যদি সিটি গোল্ডের চেন, দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন।


বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা.. বাদাম।

 

i-feel Gentle Intimate Wash for Women


Share this article :

mamaearth-mobile-app