• দুনিয়া
  • আফগানিস্তানে প্রতিরোধের মুখে তালিবানরা, শেষমেশ পিছু হটতে বাধ্য হল
mamaearth-mobile-app
আফগানিস্তানে প্রতিরোধের মুখে তালিবানরা, শেষমেশ পিছু হটতে বাধ্য হল
article
2 Days ago
দুনিয়া

আফগানিস্তানে প্রতিরোধের মুখে তালিবানরা, শেষমেশ পিছু হটতে বাধ্য হল

প্রায় দীর্ঘ 20 (কুড়ি) বছর পর ফের আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালিবানরা। আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য... more

Reading Time

6 Mins

View

1.4 K View

Comment

0 Comment

Publish Date

20 Aug 2021

প্রায় দীর্ঘ 20 (কুড়ি) বছর পর ফের আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালিবানরা। আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য প্রতাহার কারার কয়েকদিনের মধ্যেই তালিবান সৈন্যরা একেরপর এক প্রদেশের দখল নিতে শুরু করে। এক প্রকার রক্তপাত ছাড়া কাবুল দখল করে তালিবানরা। আফগানিস্তানের জনগণ 20 (কুড়ি) বছর ফের মধ্যযুগের বর্বরতার সম্মখীন হয়েছে।

 

আরও পড়ুন : বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি-এর বিরুদ্ধে

 

কিন্তু বাঁধা হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তানে সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ (Amrullah Saleh)-এর হুঙ্কারের পর থেকে। তার মতে রাষ্ট্রপতি পালিয়ে গেলে বা মারা গেলে দেশের দায়িত্ব আসে উপরাষ্ট্রপতির উপর। সেই কারনে তিনি দেশের বর্তমান সাংবিধানিক প্রধান তিনি এমনটাই দাবি করেন। 

 

আরও পড়ুন : দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমান থেকে পড়ে মৃত্যু 3 আফগানের

 

এরপর আফগানিস্তানে একের পর প্রদেশে তালিবান বিরোধী অন্দোলনের জোয়ার ওঠে। আফগানিস্তানে পাঞ্জশির প্রদেশের মত কয়েকটি স্থান এখনও তালিবানদের দখলের বাইরে। তার কারনে সেখানে তালিবানরা ট্রাঙ্ক, আগ্নেয়াস্ত্র নিয়ে হজির হয়েছে। দফায় দফায় আফগান সেনা ও তালিবানদের মধ্যে যুদ্ধ বাঁধে। এক্ষেত্রে বলা যায় আফগানরা তালিবানদের বিরুদ্ধে প্রতিহত করতে হলেও সফল হয়েছে ও তালিবানদের পিছু হটাতে বাধ্যও হয়েছে।


Share this article :

mamaearth-mobile-app