• রাজ্য
  • ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার মঙ্গলাহাটে, পুড়ে ভস্মীভূত একাধিক দোকান।
mamaearth-mobile-app
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার মঙ্গলাহাটে, পুড়ে ভস্মীভূত একাধিক দোকান।
article
2 Days ago
রাজ্য

ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার মঙ্গলাহাটে, পুড়ে ভস্মীভূত একাধিক দোকান।

গতকাল মধ্যরাতে হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী অগুন লাগে। এই অগ্নিকাণ্ডের জেরে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত একাধিক... more

Reading Time

6 Mins

View

2.3 K View

Comment

0 Comment

Publish Date

21 Jul 2023

গতকাল মধ্যরাতে হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী অগুন লাগে। এই অগ্নিকাণ্ডের জেরে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত একাধিক ব্যবসায়ীদের দোকান। পুড়ে ছাই হয়েছে কোটি-কোটি টাকার পণ্য সামগ্রী। স্থানীয় সূত্রের খবর রাত ১টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। প্রশঙ্গত দোকান গুলো বাঁশের তৈরী ও জামাকাপড় থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ও বিধ্বংসী রুপ ধারন করে। রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। দমকলের ১২টি ইঞ্জিনের সাহায্যে রাতভর আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালালেও, আজ সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। এলাকাটিতে একাধিক বিল্ডিং ও দোকান থাকায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

 

কি কারণ থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। তবে মঙ্গলাহাটের ব্যবসায়ীদের মতে এই আগুন লাগানো হয়েছে স্থানীয় এক প্রোমোটার কর্তৃক। প্রমাণ  হিসাবে তাদের মধ্যে অনেকে জানিয়েছেন এখনো ভস্মীভূত স্থান থেকে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। তারা রীতিমত ষড়যন্ত্রের শিকার হয়েছেন এমনটাই জানিয়েছেন। আজ তৃণমূলের শহীদ সম্মেলনের কারনে রাজ্য পুলিশ-প্রশাসন পুরোপুরি ব্যস্ত থাকবে এই সুযোগ কে কাজে লাগিছে বলে যুক্তি দিয়েছেন অনেক ব্যবসায়ী।

 

 


Share this article :

mamaearth-mobile-app