দক্ষিণবঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া অফিস।
গত কয়েক দিন যাবদ দক্ষিনবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ দেখা যাচ্ছে। আবহাওয়া এই উন্নতি-অবনতির মাঝে প্রবল বেগে... more
Reading Time
6 Mins
View
382 View
Comment
0 Comment
Publish Date
17 Mar 2024
গত কয়েক দিন যাবদ দক্ষিনবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ দেখা যাচ্ছে। আবহাওয়া এই উন্নতি-অবনতির মাঝে প্রবল বেগে কালবৈশাখির সর্তকবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও সাথে বজ্র বিদ্যুতসহ প্রবল বৃষ্টিপাতের সম্ভবনা দঃ বঙ্গের 8 (আট) জেলায়। সাথে কয়েকটি জেলায় শিলাবৃষ্টির হতে পারে।
আবহাওয়া দপ্তর থেকে আরোও জানাও হয়েছে যে বুধবার পর্যন্ত আবহাওয়া অবনতির কারনে গোটা দঃ বঙ্গ জুড়ে বিক্ষিপ্তারে বজ্র বিদ্যুতসহ বৃষ্টিপাত হতে পারে। আজ থেকে বৃষ্টির সর্তকতা দিয়েছে আবহাওয়া দপ্তর।
দঃ বঙ্গের যে যে জেলা গুলিতে এর প্রভাব দেখা যাবে সে জেলা গুলি হল - উঃ ও দঃ 24 পরগণা, পূঃ ও পঃ মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলী। অর্থাৎ উপকূল ও উপকূলবর্তী জেলা গুলিতে এর প্রভাব দেখা যাবে। এছাড়া দঃ বঙ্গের বাকী জেলা গুলিতে ঝোড়ো হাওয়া (30-40 কিলোমিটার) ও মাঝারি থেকে হালকা বৃষ্টি দেখা যাবে।