• প্রযুক্তি
  • ফের বাজার কাঁপাতে আসছে Realme-এর নতুন মোবাইল
mamaearth-mobile-app
ফের বাজার কাঁপাতে আসছে Realme-এর নতুন মোবাইল
article
2 Days ago
প্রযুক্তি

ফের বাজার কাঁপাতে আসছে Realme-এর নতুন মোবাইল

কমদামে অসাধারণ সব ফিচারের স্মার্টফোন বাজারে এনে, ভারত-বাংলাদেশের মত দেশ গুলিতে দর্শকদের পছন্দের মোবাইল ব্রান্ড... more

Reading Time

6 Mins

View

1.6 K View

Comment

0 Comment

Publish Date

17 Aug 2021

কমদামে অসাধারণ সব ফিচারের স্মার্টফোন বাজারে এনে, ভারত-বাংলাদেশের মত দেশ গুলিতে দর্শকদের পছন্দের মোবাইল ব্রান্ড হয়ে উঠেছে Realme মোবাইল নির্মাতা সংস্থা। বছরে একাধিক মোবাইল লঞ্চ করে ভারতের সর্বাধিক বিক্রিত মোবাইল সংস্থার তকমা অনেক আগেই ছিনিয়ে নিয়েছে এই সংস্থা। ইতিমধ্যে ভারতের বাজারে আবারও নতুন Realme GT 5G মডেলের স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে Realme, তবে সংস্থার দাবি নতুন এই  মডেলটি Flagship killer মোবাইল হবে। এছাড়াও এই Realme GT মোবাইলে 5G নেটওয়ার্কিং পরিষেবা পাওয়া যাবে। 

 

আরও পড়ুন : 10000 (দশ হাজার) টাকার মধ্যে সেরা 10 টি মোবাইল

 

ফ্লিপকার্ট (Flipkart)-এর থেকে গ্রাহকরা এই মোবাইল কিনতে পারবেন। 25শে আগস্ট দুপুর 12 টা থেকে প্রথম বিক্রয় আরম্ভ হবে। Realme GT 5G স্মার্টফোনের দাম হতে পারে প্রায় 38,000 ভারতীয় টাকার মত। এই স্মার্টফোনের যে যে বিশেষ ফিচার আছে, তা হল -

  • 6.43 ইঞ্চি বা 16.33 সেমি 2400 x 1080 পিক্সেলের ফুল এইচডি প্লাস এমোলেড (Amoled) ডিসপ্লে।
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 (Qualcomm Snapdragon 888) অক্টা কোর প্রসেসর। 
  • অ্যান্ড্রয়েড 11 (Android 11) সংস্করণের অপারেটিং সিস্টেম। 
  • 8GB র‍্যাম ও 128GB ইন্টান্যাল স্টোরেজ অথবা 12GB র‍্যাম 256GB ইন্টান্যাল স্টোরেজ, এই দুই ভেরিয়েন্টে পাওয়া যাবে।
  • 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ট্রিপল ব্যাক ক্যামেরা যথাক্রমে 64 + 8 + 2 মেগাপিক্সেল।
  • 4500mAh-এর ব্যাটারি।
  • তিন রকম কালারে পাওয়া যাবে, যথা - Dashing Blue, Dashing Silver, Racing Yellow.

 

এছাড়াও OTG সাপোর্ট, দ্রুত চার্জিং, Face ও Fingerprint আনলকের সুবিধা পাওয়া যাবে Realme GT 5G স্মার্টফোনে।

 

আকর্ষণীয় অফার সহ অনলাইনে এই মোবাইলটি কিনতে এই লিঙ্কে ক্লিক করুন- BUY NOW

 


Share this article :

mamaearth-mobile-app