• প্রযুক্তি
  • মোবাইলে টিভি দেখতে চান, তবে এই অ্যাপটি আপনার জন্য
mamaearth-mobile-app
মোবাইলে টিভি দেখতে চান, তবে এই অ্যাপটি আপনার জন্য
article
2 Days ago
প্রযুক্তি

মোবাইলে টিভি দেখতে চান, তবে এই অ্যাপটি আপনার জন্য

স্মার্টফোনে লাইফ টিভি দেখার ইচ্ছা কম বেশি সবার থাকে। কারন বর্তমান দিনে আমরা সবাই কম বেশি কর্মব্যস্ত থাকি। সময়... more

Reading Time

6 Mins

View

3.6 K View

Comment

0 Comment

Publish Date

10 Jul 2021

স্মার্টফোনে লাইফ টিভি দেখার ইচ্ছা কম বেশি সবার থাকে। কারন বর্তমান দিনে আমরা সবাই কম বেশি কর্মব্যস্ত থাকি। সময় করে বোকা বাক্সটার (TV) সামনে বসার সুযোগ খুব কমই হয়। অনেকটা দুধের স্বাদ ঘোল মেটানোর মত করেই মোবাইলেই আমরা সারাদিনের শত কর্মব্যস্ততার ফাঁকে সারা দিনের খবর প্রিয় সংবাদ চ্যানেল, খেলা অথবা প্রিয় টেলিফ্লিম দেখতে চাই।

 

কিন্তু প্রত্যেক চ্যানেল নেটওয়ার্ক-এর আলাদা আলাদা অ্যাপ ব্যবহার ও সাবস্ক্রিপশন আমাদের সেই ইচ্ছায় বাধ সাধে। তাছাড়া আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করাও সব স্মার্টফোনেও সম্ভব হয়ে ওঠেনা। সে জন্য একটি অ্যাপের মাধ্যমে সব ধরনের টিভি চ্যানেল দেখার জন্য অ্যাপ আমারা প্রায়শই খুঁজি। কিন্তু যদিওবা পাওয়া যায় সেগুলিতে পরিষেবার পরিমাণ খুবই কম ও নানা ধরনের শর্তাবলী চাপিয়ে দেয়। এই বিষয়ের সমাধানের একটি অ্যাপস (Android apps)-এর হদিশ দেব যার সাহায্যে ভারত ছাড়াও আরো অন্যান্য দেশের চ্যানেলের টিভি শো, রেডিও সম্প্রচার সরাসরি বা লাইভ উপভোগ করতে পারবেন, তাও সম্পুর্ন বিনামূল্যে।

 

অ্যাপস ডাউনলোডের নিয়ম

প্রথমে স্মার্টফোনের ইন্টারনেট ব্রাউজারে গিয়ে HD Streamz লিখে অথবা https://hdstreamz.app/ এই ওবেসাইট থেকে APK ফাইলটি ডাউনলোড করে ইনস্টল করুন। প্রসঙ্গত উল্লেখ্য এই ওবেসাইটিতে দুটি ডাউনলোড লিঙ্কের যেকোন একটি থেকে ডাউনলোড করতে পারেন।

 

HD Streamz-এর ব্যবহার পদ্ধতি

  • ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করুন।
  • এরপর আপনার যে দেশ বা যে ভাষার চ্যানেল দেখতে চান, তার সুবিধার জন্য দেশ ও চ্যানেলের ক্যাটাগরি (যেমন - খেলাধূলা, মিউজিক) সিলেক্ট করুন।
  • এবার আপনার কাঙ্খিত চ্যানেলটি সিলেক্ট করুন।
  • এরপর পপআপ ইউন্ডোতে কয়েকটি লিঙ্ক শো করবে তার থেকে যেকোন একটি লিঙ্ক-এ নির্বাচন করুন ও পছন্দের প্লেয়ারে (HD Streamz, MX Player) লাইভ টিভি দেখতে পারবেন।
  • এক্ষেত্রে অবশ্যই আপনার স্মার্টফোনে ইন্টারনেট অন থাকা প্রয়োজন।

Share this article :

mamaearth-mobile-app