মেয়েদের অন্তর্বাস গুলির শ্রেণী ও পোশাক বিশেষ অন্তর্বাস ব্যবহার।
অন্তর্বাস - প্রত্যেক মহিলাদের নিত্য জীবনে অন্যান্য পোশাকের মতো গুরুত্বপূর্ণ। অনেকের মনে ধারণা হতে পারে যে... more
Reading Time
6 Mins
View
293 View
Comment
0 Comment
Publish Date
18 Mar 2024
অন্তর্বাস - প্রত্যেক মহিলাদের নিত্য জীবনে অন্যান্য পোশাকের মতো গুরুত্বপূর্ণ। অনেকের মনে ধারণা হতে পারে যে অন্তর্বাস ব্যবহার অত্যাবশ্যক নয়। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন অন্তর্বাস পরিধানের ফলে গোপনাঙ্গের বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে রক্ষা করে ও বিভিন্ন ড্রেস বা পোশাক পরিধানের ফলে অসস্তিভাব, এলার্জি, স্পর্শকাতর স্থানে ক্ষত হওয়া ইত্যাদি অবস্থা থেকেও বাঁচতে অন্তর্বাসের ভুমিকা অনস্বীকার্য। এছাড়াও প্যান্টি বা অন্তর্বাস পরিধানে যে যে সুবিধা পাওয়া যায়, তা হল -
- ঘামে ও বাইরেরে পরিবেশের ময়লা থেকে গোপনাঙ্গের রক্ষা করে।
- নানান ধরনের পোশাক পরিধানের অসস্তিভাব হয় তা দূর করতে
- যোনি স্রাব শোষণ করে তার ভেতরের কাপড় পরিষ্কার রাখে
- গোপনাঙ্গের দুর্গন্ধ এড়াতে সাহায্য করে
- মাসিকের রক্তপাত হয় তখন এটি প্যাড/ন্যাপকিন/মেনস্ট্রুয়াল কাপ ঠিক রাখতে সাহায্য করে
- অন্তর্বাস বা প্যান্টি অনেক ক্ষেত্রে পুরুষ সঙ্গীর রোমান্টিক রসদ হিসাবে ও যৌন সংগমে ইচ্ছা জাগায়
- জামা কাপড়ের অবাঞ্ছিত ভাঁজ সৃষ্টি হয়না এবং দেহের প্রকৃত গঠনের বহিঃপ্রকাশে সাহায্য করে অন্তর্বাস
- এছাড়া অন্তর্বাসে মহিলাদের আবেদনময়ী দেখায়, সে কারনে অনেকে অন্তর্বাস পরিধান অগ্রাধিকার দিয়ে থাকে
উপরিউক্ত সুবিধা গুলির কারনে দিনে দিনে অন্তর্বাসের (প্যান্টি)ব্যবহার বাড়লেও। কোন ধরনের অন্তর্বাস(প্যান্টি) কোন ক্ষেত্রে ব্যবহার করা উচিৎ অর্থাৎ কোন ধরনের পোশাকে কোন ধরনের প্যান্টি পরিধান করা উচিৎ ও তার (প্যান্টি) নাম কি? - তা নিয়ে অধিকাংশরাই অজ্ঞাত। অনেকের মনে করেন যেকোন একটি প্যান্টি বা অন্তর্বাস পরলেই হল এক্ষেত্রে ভাবার কি আছে। এই কারনেই সঠিক অন্তর্বাস না পরিধানের কারনে অনেক মহিলাদের চুলকানি, র্যাশ, স্পর্শকাতর স্থানে ক্ষত ও অস্বস্তিদায়ক মনে হয়। এছাড়াও সঠিক অন্তর্বাস নির্বাচন না করার ফলে জামা কাপড়ের অবাঞ্ছিত ভাঁজ সৃষ্টি যা ফ্যাশন শৈলীকে নষ্ট করে।
বাজারে জনপ্রিয় শ্রেনীর অন্তর্বাস গুলির নাম ও তার বৈশিষ্ট্য ও কোন ক্ষেত্রে ব্যবহার করা উচিৎ সেগুলি হল -
Boyshorts :
Boyshorts অন্তর্বাস অনেকটা পুরুষদের হাফপ্যান্ট মতই হয়। এই জন্য এই ধরনের প্যান্টির এইরূপ নাম। Boyshorts প্যান্টি কোমর থেকে শুরু করে হাঁটুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। এই শ্রেনীর প্যান্টি উরুর মাঝ বরাবর পর্যন্ত বিস্তৃত এবং কোমরের সমান্তরাল বরাবর কাটা। পুরুষদের হাফপ্যান্টের মতো হওয়ার কারনে নিতম্ব পুরোপুরি আবৃত থাকে। নিতম্বসহ অন্যান্য সংবেদনশীল এরিয়া আবরণ থাকার কারনে এই ধরনের প্যান্টি খেলোয়াড়রা (উদাহরণ হিসাবে - বক্সার, টেনিস প্লেয়ার) ব্যবহার করে থাকে।
ঘাঘরা বা স্কার্ট (Skirt) ও ছোট পোষাক (Short Dress) পরিধানের ক্ষেত্রে Boyshorts প্যান্টি মহিলারা ব্যবহার করা হয়।
Hipsters :
আজকাল মহিলাদের সর্বাধিক পছন্দের প্যান্টি হল হিপস্টার (Hipsters)প্যান্টি। 'হিপস্টার' শব্দটি 1940-এর দশকের। যার অর্থ হল নৈমিত্তিক এবং চটকদার পোশাক। হিপস্টার প্যান্টি বয়শর্ট এবং বিকিনির মাঝামাঝি পর্যায়ের। খুব বেশি আবৃত না আবার বিকিনির মতো খোলামেলা না। এই ধরনের প্যান্টি কোমরের একটু নীচে থেকে শুরু করে গোটা নিতম্ব কে আবৃত করে রাখে। তবে Boyshort প্যান্টির মতো উরুভাগ পর্যন্ত বস্তৃত নয়।
Hipsters প্যান্টি সব ধরনের পোশাকে ব্যবহার করা যায়। আঁটোসাঁটো ও ঢিলেঢালা উভয় ধরনের পোশাকে Hipsters প্যান্টি ব্যবহার করা যায়। উদাহরণ হিসাবে জিন্স (Jeans) ও লং স্কার্ট (Long skirt) ইত্যাদি। Hipsters প্যান্টি সব ধরনের মহিলাদের পোশাকের জন্য উপযুক্ত হওয়ার কারনে সর্বাধিক পছন্দের প্যান্টি বর্তমান।
Thong :
এই ধরনের প্যান্টিতে কোন প্যান্টি লাইন থাকেনা। Thong প্যান্টি নিতম্বকে পুরোপুরি কভারেজ দেয়না অর্থাৎ পিছনের দিকে ইংরেজি অক্ষর 'T' আকৃতির বা ত্রিভুজাকার স্ট্রিং দেয়। এটি কোমরের তিন ইঞ্চি নীচে বসে, পাশগুলি সাধারণত নিতম্বের হাড়ের ডানদিকে বা উপরে আঘাত করে।
আপনি যদি খুব আঁটোসাঁটো পোশাক পরার সময় প্যান্টি বা অন্তর্বাসের বর্ডার লাইন নিয়ে বিব্রত থাকেন, তাহলে এই সমস্যার সমাধান Thong প্যান্টি। পেন্সিল স্কার্ট (Pencil Skirt), বডিকন ড্রেস (Bodycon clothing) ও লেগিংস (Leggings) ইত্যাদি পোশাকের সাথে Thong প্যান্টি পরিধান উপযুক্ত।
Bikini :
Bikini হল মেয়েদের জনপ্রিয় একটি প্যান্টি বা অন্তর্বাস। এটি কমরের তিন ইঞ্চি নীচে বসে। এই ধরনের প্যান্টি সামনের দিকে অনেকটা Thong প্যান্টি মতো (পুরোপুরি কভারেজ দেয় না) হলেও পিছনের দিক দিয়ে Hipsters প্যান্টির মতো নিতম্বকে পুরোপুরি কভারেজ দেয়।
জনপ্রিয় অন্তর্বাস গুলির মধ্যে সবচেয়ে অন্যতম। বিকিনি প্রায় প্রতিটি পোশাকের সাথে ভালভাবে পরা যায়। এছাড়া দেহ বিশেষ প্রদর্শনের জন্য এর (Bikini) জুড়ি মেলা ভার।
String :
এই ধরনের প্যান্টি বা অর্ন্তবাস এক প্রকার Thong অর্ন্তবাসের একটি শ্রেণী। এই অর্ন্তবাসের পেছনের দিকটা এইটাই সরু যে, পরিধানকারীর নিতম্বের মধ্যে ঢেকে বা অদৃশ্য হয়ে যায় অর্থাৎ পুরোপুরি কভারেজ দেয় না। String প্যান্টি কোনরূপ প্যান্টিলাইন না থাকার কারনে টাইট পোশাক পরিধানের ক্ষেত্রে অবাঞ্চিত ভাঁজ দেখা যায়না। এছাড়া এটি অনেকটা খোলামেলা হওয়ার কারনে টাইট পোশাকের ভিতরে পরলে অত্যধিক গরম বা ঘাম হয়না। সর্বোপরি String প্যান্টি বা অর্ন্তবাস পরিধানকারী বেশি সাছন্দবোধ করে থাকেন।
String প্যান্টি মুলত দুই প্রকারের হয়ে থাকে। (1) G-string, (2) V-string ও (3) C-string
G-string : এই ধরনের প্যান্টিতে মুলত সামনে একটি ত্রিভুজ আকৃতির কাপড়ের টুকরো দ্বারা যোনিকে ঢেকে রাখে। এছাড়া পিছনে উপরের দিকটি একটি কঠিন ত্রিভুজাকার ফ্যাব্রিক থাকে।
V-string : G-string ও V-string প্যান্টি গুলির মধ্যে মুলত পার্থক্য হল, পিছনের ত্রিভুজাকার ক্ষেত্রটি দুটি স্ট্রিং যা নীচের স্ট্রিংটিকে কোমর ব্যান্ডের সাথে সংযুক্ত করে।
C-string : এই ধরনের প্যান্টি যা শুধুমাত্র যোনিকে ঢেকে রাখে। এটি একটি নমনীয় ফ্রেমের দ্বারা গঠিত যা শরীরের সাথে লেগে বা আটকে থাকতে সাহায্য করে। সহজভাবে বললে বোঝায় যে, দু-পায়ের মাঝে ইংরেজি অক্ষর C-আকৃতির একটি নমনীয় আবরণ যোনিকে আবৃত করে আঁকড়ে রাখে। এই ধরনের অর্ন্তবাসের কোমরের চারপাশে কোনও উপাদান নেই, যার কারনে পান্টি লাইন থাকে না।
String প্যান্টি বা অর্ন্তবাস সাঁতারের ও কোন পোশাকের সাথে পরিধান করা হয়। এছাড়া এই অর্ন্তবাস টাইট পোশাকের (যেমন টাইট স্কার্ট) সাথে পরিধান করা হয়।