• দেশ
  • জম্বু বিমান ঘাঁটিতে জোড়া ড্রোন বিস্ফরণ, উড়ে গেল ছাঁদ
mamaearth-mobile-app
জম্বু বিমান ঘাঁটিতে জোড়া ড্রোন বিস্ফরণ, উড়ে গেল ছাঁদ
article
2 Days ago
দেশ

জম্বু বিমান ঘাঁটিতে জোড়া ড্রোন বিস্ফরণ, উড়ে গেল ছাঁদ

গত কাল রাত ১টা ৪৫ মিনিট নাগাত ও তার ৫ মিনিট বাদে জোড়া ড্রোন বিস্ফরণে কেঁপে ওঠে জম্বু বিমান ঘাঁটির টেকনিক্যাল... more

Reading Time

6 Mins

View

1.6 K View

Comment

0 Comment

Publish Date

27 Jun 2021

গত কাল রাত ১টা ৪৫ মিনিট নাগাত ও তার ৫ মিনিট বাদে জোড়া ড্রোন বিস্ফরণে কেঁপে ওঠে জম্বু বিমান ঘাঁটির টেকনিক্যাল এলাকা। ড্রোন ব্যবহার করে আইইডি বিস্ফোরক (IED Blast) বিস্ফরণ ঘটানো হয়েছে বলে সূত্রে অনুমান। শেষ খবর অনুযায়ী বিস্ফরণে ২ জন যখম হয়েছে বলে জানা যাচ্ছে। বিস্ফরনের ক্ষয়ক্ষতি তেমন হয়নি বলে জানা গিয়েছে। তবে প্রথম বিস্ফরণের ফলে উড়ে যায় বাড়ির ছাঁদ। তবে দ্বিতীয় বিস্ফরণে কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছে বায়ুসেনার কর্তৃপক্ষ। 

 

যেহেতু পাকিস্থান সীমান্তের পাশে অবস্থিত এই বিমান ঘাঁটি, সেহেতু দেশের অন্যান্য বিমান বন্দরের তুলনায় এখানে নিরাপত্তা তুলনামূলক অনেকটাই বেশি। তা সত্বেও কিভাবে ঘটলো এই বিস্ফরণ তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে NIA-এর উপর। ইতিমধ্যে ঘটনা স্থানে পৌঁছে গিয়েছে NSG-এর বোম স্কোয়াড দল। 

 

 

এই ঘটনায় ২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। পাক যোগের আশঙ্কা করা হচ্ছে প্রাথমিক ধারনা অনুযায়ী। এই ঘটনায় শ্রীনগর, পানাগড়, পাঠানকোট ইত্যাদি বিমান ঘাঁটিতে অতিরিক্ত সর্তকতা জারি করা হয়েছে।


Share this article :

mamaearth-mobile-app