• দেশ
  • India-China War: সীমান্ত এলাকায় চীনের যুদ্ধ প্রস্তুতি পর্দা ফাঁস।
mamaearth-mobile-app
India-China War: সীমান্ত এলাকায় চীনের যুদ্ধ প্রস্তুতি পর্দা ফাঁস।
article
2 Days ago
দেশ

India-China War: সীমান্ত এলাকায় চীনের যুদ্ধ প্রস্তুতি পর্দা ফাঁস।

গত 9ই ডিসেম্বরে ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তে ভারতীয় ও চীনা সৈন্যের মধ্যে সংঘর্ষ হয়। এ দিনের সংঘর্ষে লাল... more

Reading Time

6 Mins

View

801 View

Comment

0 Comment

Publish Date

13 Dec 2022

গত 9ই ডিসেম্বরে ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তে ভারতীয় ও চীনা সৈন্যের মধ্যে সংঘর্ষ হয়। এ দিনের সংঘর্ষে লাল সেনাদের উচিৎ শিক্ষা দেয় ভারতীয় ফৌজ। ভারতীয় সেনার উপর হামলার জবাবে এভাবে যে মুখ পুড়বে চীনের সেনার তা তারা স্বপ্নেও ভাবিনি। ভারতীয় জওয়ানদের কাছে এক প্রকার পরাজিত হয়ে কমিউনিষ্ট চীন সরকার সীমান্ত পরিস্থিতি বয়ান জারি করে বলে যে সীমান্তের পরিবেশ পুনরায় স্বাভাবিক। কিন্তু আমেরিকার Warzone নামের ওয়েবসাইটে চীনের ভারতে বিরুদ্ধে গোপনে প্রস্তুতির উপগ্রহ চিত্র পকাশ করেছে। সীমান্ত এলাকায় লাল ফৌজ ড্রোন, যুদ্ধবিমান, মিশাইল সিস্টেম একত্রিত করছে বলে যাননো হয়েছে। 

 

ভারতও চীনের চোখে চোখ রেখে রনকৌশল পরিকল্পনা করছে। ভারতীয় বায়ুসেনা দুটি বড় যুদ্ধাভাস করতে চলেছে। আগামি কাল ভারতের পূর্ব সীমান্তে ভারতীয় বায়ুসেনার যুদ্ধাভাস শুরু হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এরপর 20-শে ডিসেম্বর থেকে ভারতীয় বায়ুসেনার দ্বিতীয় যুদ্ধাভাস হবে আবার। ভারত চীনের এই বিস্তারবাদী নীতির কড়া জবাব দিতে প্রস্তুত। কারন মুখে চীন পরিস্থিতি স্বাভাবিক বললেও আদতে সীমান্ত এলাকায় বছরের পর বছর যুদ্ধের পরিবেশ তৈরি করে রেখেছে।


Share this article :

mamaearth-mobile-app