
পশ্চিম বঙ্গে ভুয়া ভ্যাকসিন কান্ডে একের পর এক চমকপ্রদ তথ্য সামনে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হল ভুয়া ভ্যাকসিন কান্ডের মূল কান্ডারী দেবাঞ্জন দেবের দেহরক্ষী অরবিন্দ বৈদ্য। গতকাল (বৃহঃবার) সোনারপুর থেকে গ্রেভতার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যাচ্ছে দেবাঞ্জনের ভুয়া ভ্যাকসিনের খবর প্রথম থেকেই জানতেন তিনি। এছাড়াও সোনারপুর অঞ্চলের ভুয়া ভ্যাকসিন ক্যাম্পের নেপথ্যে অরবিন্দের...
পুরোটা পড়ুন