• রাজ্য
  • লক্ষীর ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন, তা বিস্তারিত জানুন
mamaearth-mobile-app
লক্ষীর ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন, তা বিস্তারিত জানুন
article
2 Days ago
রাজ্য

লক্ষীর ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন, তা বিস্তারিত জানুন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাকালে দুয়ারে রেশন, লক্ষ্মীর ভান্ডার, মায়ের রান্নাঘর প্রকল্প ইত্যাদি... more

Reading Time

6 Mins

View

1.6 K View

Comment

0 Comment

Publish Date

30 Jul 2021

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাকালে দুয়ারে রেশন, লক্ষ্মীর ভান্ডার, মায়ের রান্নাঘর প্রকল্প ইত্যাদি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার ক্ষমতায় আসীন হওয়ার পর দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তেমনি একটি প্রকল্প "লক্ষ্মীর ভান্ডার" প্রকল্প কবে থেকে চালু ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানান। 22 শে জুলাই মুখ্যমন্ত্রী এক বৈঠকে বলেন সেপ্টম্বর থেকে "লক্ষ্মীর ভান্ডার" প্রকল্পের সুবিধা পাবেন পশ্চিমবঙ্গবাসীরা। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে "লক্ষ্মীর ভান্ডার" প্রকল্পের দরখস্ত জমা দিতে পারবেন।

 

"লক্ষ্মীর ভান্ডার" প্রকল্পের সুবিধা (Benefits of "Lakshmi Bhandar" project):

গ্রাম ও শহর উভয় অঞ্চলের মহিলাদের 1,000 টাকা (SC/ST সম্প্রদায়ের মহিলারা) ও 500 টাকা (OBC সম্প্রদায়ের মহিলারা) করে দেওয়া হবে।

 

"লক্ষ্মীর ভান্ডার" প্রকল্পে কারা আবেদন করবেন (Who will apply for "Lakshmi Bhandar" project):

শুধুমাত্র মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

অবশ্যই পশ্চিমবঙ্গবাসী হতে হবে।

SC, ST ও OBC সম্প্রদায়ভুক্ত হতে হবে।

আবেদঙ্কারীর নিজস্ব ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

অনলাইনে আবেদন করতে পারবেন।

 

"লক্ষ্মীর ভান্ডার" প্রকল্পে কারা আবেদন করতে পারবেন না (Who can't apply for "Lakshmi Bhandar" project):

2 হেক্টরের বেশি পরিমাণ জমি আছে এমন পরিবারের মহিলা এই প্রকল্পের (লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ) জন্য আবেদন করতে পারবেন না।

 

"লক্ষ্মীর ভান্ডার" প্রকল্পের ফর্ম ডাউনলোড (Download the "Lakshmi Bhandar" project form):

"লক্ষ্মীর ভান্ডার" প্রকল্পের PDF ফর্ম ডাউনলোড করতে চাইলে ডাউনলোড বাটনে ক্লিক করুন। অথবা বিষদে জানতে https://wb.gov.in/ ওয়েবসাইটে ভিসিট করুন।

 

 


Share this article :

mamaearth-mobile-app